জিপি নিউজঃ জাতীয় প্রেসক্লাব ও ইউনিয়নকে একটি চক্র চর দখলের মত নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র সাংবাদিকেরা ।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে ‘জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এই অভিযোগ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও খ্যাতিমান ছড়াকার আবু সালেহ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব জ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, দৈনিক আমাদের বাংলার মিজানুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শাহীন চৌধুরী, সাবেক সহকারী মহাসচিব কাজিন রেজা, সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, আব্দুল গাফফার মাহমুদ, তারিফ রহমান, দৈনিক ইনকিলাবের সাবেক ইউনিট চিফ ওমর ফারুক আল হাদী, ডিইউজের সিনিয়র সদস্য মর্তূজা সাঈদ টিসু, নির্যাতিত সাংবাদিক নেত্রী জেসমিন জুঁই, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, মোঃ জাকির হোসেন, নাসির উদ্দিন সিদ্দিকী, জাকির মাজি, জালাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, ইউনিয়নের ভিন্ন মত লালন করা হচ্ছে না। ন্যায্য দাবি আদায়ে আইনের আশ্রয় নেওয়ায় জুঁইয়ের সদস্য পদ কেড়ে নেয়া হয়। জুঁই, শফিকসহ যাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে, তাদের সদস্য পদ ফেরত দিতে হবে, ইউনিয়নকে অসাংবাদিক মুক্ত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা করতে হবে। আমরা চাই সকল পেশাদার সাংবাদিককে সদস্য পদ দেওয়া হোক।
ইতিমধ্যে কিছু অসাংবাদিককে গঠনতন্ত্র লঙ্গনের মাধ্যমে সদস্য পদ দেয়া হয়েছে। একটি রাজনৈতিক দল
চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকল পেশাদার সাংবাদিককে ‘জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’ এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা ।
গিয়াস\জিপিনিউজ
Facebook Comments