জিপি নিউজঃ ভারতের ‘বিগ বি’ খ্যাত অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চনকে ৩২ টাকা পাঠালেন এক কবি। তারপর ওই টাকা পাঠানোর বিষয়টি ফলাও করে টুইটারে ছড়িয়ে দিলেন তিনি। খবর বিবিসির।
এই নিয়ে ভারতে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।আর এ ঘটনার মূল নায়ক আম আদমি পার্টির নেতা ও কবি কুমার বিশ্বাস।
সম্প্রতি তিনি অমিতাভ বচ্চনের বাবা, বিখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের একটি কবিতা পাঠ করেছিলেন।
‘নীড় কা নির্মাণ’ নামের ওই কবিতাটি হরিবংশ রাইয়ের জনপ্রিয় কবিতাগুলোর অন্যতম। তবে তার সব থেকে জনপ্রিয় কবিতা ‘মধুশালা’। সেই কবিতা পাঠের ভিডিও রেকর্ডিং ইউটিউবে দিয়েছিলেন কুমার বিশ্বাস।
তারপরই ‘বিগ বি’ টুইট করেন, এটা কপিরাইট ভঙ্গের শামিল। লিগ্যাল টিম যথাযথ ব্যবস্থা নেবে।
বুধবার সন্ধ্যায় কবি কুমার বিশ্বাস অমিতাভ বচ্চনকে টুইট করে বলেছেন, অনেক কবির রচনাই সেদিন পাঠ করেছিলাম। বাকিদের পরিবারের কাছ থেকে প্রশংসা পেয়েছি। শুধু আপনার কাছ থেকে আইনি নোটিশ এল।
তিনি বলেন, বাবুজীর প্রতি সম্মান জানিয়ে যে ভিডিওটা বানানো হয়েছিল, সেটা ডিলিট করে দিচ্ছি। একই সঙ্গে দাবি অনুযায়ী ৩২ টাকা পাঠালাম। প্রণাম।
হরিবংশ রাই বচ্চনকে ‘বাবুজী’ বলে সম্মোধন করেন অমিতাভ। সেই অনুসারে হিন্দি সাহিত্য আর চলচ্চিত্র জগতের অনেকেও ‘বাবুজী’ বলে থাকেন হরিবংশকে।
কুমার বিশ্বাসের ঘনিষ্ঠরা বলছেন, ইউটিউবে ওই ভিডিও আপলোড করার পরে তা থেকে ৩২ টাকা আয় হয়েছিল। আইনি নোটিশ অনুযায়ী তাই সেই পরিমাণ অর্থই পাঠিয়ে দেয়া হয়েছে।