জিপি নিউজঃ সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের ভাঙচুরের ঘটনায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টার মধ্যে সকল ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ভাঙচুর চালায়। খবর পেয়ে এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কর্তৃপক্ষ বৈঠক করে কলেজ বন্ধের ঘোষণা দেয়।
জানা গেছে, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী টিটু-ডায়মন্ড ও হোসেন-দিলওয়ার উপ-গ্রুপের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে বুধবার রাতে নগরীর এমসি কলেজ সংলগ্ন টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের কর্মীরা কলেজ হোস্টেল এলাকায় ধাওয়া পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে এমসি কলেজ হোস্টেলে ব্যাপক ভাঙচুর করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি আকতার হোসেন বলেন, এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের উত্তেজনার জের ধরে হোস্টেলে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় ঐতিহ্যবাহী এমসি কলেজ হোস্টেল। এরপর প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দ্রুত সময়ের মধ্যে হোস্টেলটি ফের নির্মাণ করা হয়। ২০১৩ সালে ৯ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উদ্বোধন করেন এ ছাত্রাবাস। দীর্ঘদিন পর ছাত্রাবাসে শিক্ষার্থীদের তোলা হয়।