প্রতিনিধি নিয়োগ চলছে! প্রতিনিধি নিয়োগ চলছে!! বিস্তারিত জানতে : ০১৬৭৬৩৬৯৪১৫
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | খেলাধুলা | বিনোদন | রাজনীতি | লাইফ স্টাইল | শিক্ষাঙ্গন | অর্থ বানিজ্য | আইন আদালত | আবহাওয়ার নিউজ | ইতিহাস ঐতিহ্য | এক্সক্লুসিভ নিউজ | কৃষি সংবাদ | চাকরির খবর | সারাদেশ | সাহিত্য সংস্কৃতি | স্মৃতিতে অম্লান | জীবন ও দর্শন | বিজ্ঞান প্রযুক্তি

এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি জুলাই-আগস্টে

আপডেট : December, 30, 2020, 11:12 am

এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি জুলাই-আগস্টে

জিপি নিউজঃ  শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, আগামী বছরের জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং জুলাই-আগষ্টে এইচএসসি বা সমমানের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল বই বিতরণ ২০২১ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পাঠ্যসূচি কাটছাঁট করে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমার উপর ভিত্তি করে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। এই সিলেবাসেই জুন মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। একইভাবে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে এইচএসসি পরীক্ষাও জুলাই বা আগষ্টে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
এইচএসসির পরীক্ষার ফলাফল সম্পর্কে তিনি বলেন, ২০২০ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি আছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হলেই ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় বোর্ডগুলো থেকে শিক্ষার্থীদেরকে সনদ দেওয়া হবে। রোল নম্বরের পরিবর্তে আইডি কার্ড সিষ্টেম চালু হবে যা শিক্ষার্থীরা সারাজীবন বহন করতে পারবে। এই রোল নম্বরের কারণে অনভিপ্রেত যে প্রতিযোগিতা হয়; তার অবসান হবে। আমরা চাইছি প্রতিযোগিতা নয়, সহযোগিতার মধ্য দিয়েই যেন একজন শিক্ষার্থী সামনে এগিয়ে যেতে পারে। এই জন্য আইডি প্রক্রিয়া চালু হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, এবার করোনা ভাইরাসের কারণে বছরের প্রথম দিনে বই উৎসব হচ্ছেনা। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই দেওয়া হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি ক্লাসে তিনদিন করে মোট ১২ দিনে এসব বই বিতরণ করা হবে যাতে বই সংগ্রহ করতে গিয়ে বড় ধরনের জনসমাবেশ না ঘটে। বরাবরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।’
শিক্ষা প্রতিষ্ঠানে সমতা আনা ও গুণগতমান নিশ্চিত করা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে। অনেক স্কুল ভাল ফলাফল করছে, অনেক স্কুল আবার অপেক্ষাকৃত কম ভাল ফলাফল করছে। এই তুলনামূলক সংকট নিরসন এবং বৈষম্য দূর করতে আগামী বছর থেকে কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব উপস্থিত ছিলেন। সুত্র-বাসস

আরও দেখুন ভিডিও ঃ
[ যেভাবে মারা গেলেন দেওয়ানবাগী পীর ]

Facebook Comments
Share Button

সম্পাদক- ডাঃ মো: মেহেদী হাসান সূইট, যুগ্ম-সম্পাদক- মোঃ আলিউল হক পলাশ, নির্বাহী সম্পাদক : গিয়াস উদ্দিন আহমেদ, প্রধান প্রতিবেদক- মোঃ জাবের ইবনে হায়াত খান
জিপি নিউজ২৪ ডট কম, ৮৭, পল্টন টাউয়ার, লেবেল-৮, পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ কর্তৃক প্রকাশিত
মোবাইল : ০১৭১৯-৪৭৭১১৩, নিউজ : ০১৭১১-০৫৬৫৭২, ০১৬৭৬৩৬৯৪১৫
Email : gias.gpnews24@gmail.com

Desing & Developed BY ThemesBazar.Com

শিরোনাম :
★★ জিয়া পরিষদের ‘ডেসকো’ শাখা কমিটি অনুমোদন ★★ জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশন শাখা কমিটি অনুমোদন ★★ মেয়র তাপসের প্রতিহিংসার স্বীকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের যে দাবী ★★ খালেদা জিয়ার বিরুদ্ধে রষ্ট্রদ্রোহসহ ১১ মামলা হাইকোর্টে বাতিল ★★ বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে ★★ পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে ★★ বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম ★★ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ★★ স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে : তারেক রহমান ★★ ‘আমার দেশ’ পুনঃপ্রকাশে সরকারের সহযোগিতা চান মাহমুদুর রহমান