জিপি নিউজঃ ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন ‘কুষ্টিয়া সোস্যাল ক্লাব’ নামে একটি অরাজনৈতিক ।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ‘কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে’ বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের বিভন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ও আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে এই ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ ।
আলোচনা সভায় জামিরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রুপালী ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাই অবস্থিত কুষ্টিয়া অঞ্চলের মানুষ সবচেয়ে অবহেলিত । এজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে মেধাবী শিক্ষার্থী, বেকার, বিশেষ করে হতদরিদ্রদের চিকিৎসা সেবায় পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।
প্রধান আলোচকের বক্তব্যে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও মেলো এন্টারপ্রাইজের ম্যনেজিং ডিরেক্টর মোঃ জয়নাল আবেদিন বলেন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকীর মত আমরা সকলেই যদি একজন আরেকজনের পাশে দাড়াই তাহলে একদিন কুষ্টিয়া অঞ্চলের মানুষ এদেশের উন্নয়নে মুল নেতৃত্বে আসবে ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার ও মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিরিন রোকসানা, কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের এডিশনাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ ফারুকুজ্জামান, তিতাস গ্যাস মতিঝিল ষাখার ম্যনেজার খন্দকার মোঃ আব্দুর রউফ প্রমুখ ।
পরে বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদিনকে সভাপতি ও শহিদুল ইসলাম (ভিপি শহীদ) কে সাধারণ সম্পাদক করে ‘কুষ্টিয়া সোস্যাল ক্লাবের’ নির্বাহী কমিটি ঘোষনা করা হয় । পরবর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ শেষে অনুষ্ঠান সমাপ্ত হয় ।