জিপি নিউজঃ জামালপুরে দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বুধবার রাতে এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সুরক্ষার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরো জেলায় লকডাউন বলবৎ থাকবে। জেলায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া জেলা ও উপজেলার অন্য সব রাস্তা ও সীমানা দিয়ে অন্যান্য জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় দিনে ও রাতে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা লকডাউনের আওতার বাইরে থাকবে। কেউ লকডাউন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
বুধবার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী এক ফার্মাসিস্ট ও গত রোববার মেলান্দহ উপজেলায় ঢাকাফেরত ৩০ বছর বয়সী এক যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়লে আজ বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।