জিপি নিউজঃ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির মুলতবির আদেশকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের ভেতর অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সুপ্রিম কোর্টের ভেতর ও বাইরে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনটি মঞ্জুর করে প্রতিবেদন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দাখিলের নির্দেশ দেন। এরপরই আদালতে হট্টগোল শুরু করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
তবে সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ অবস্থায় বিব্রত হয়ে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করে খাস কামরায় চলে যান।
বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, জামিন শুনানি তারিখ এগিয়ে না আনা পর্যন্ত তারা আপিল বিভাগের এজলাসে অবস্থান নিবেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এছাড়া বেগম জিয়ার আইনজীবীরা একটি প্রতিবেদন দাখিল করেছেন আদালতে। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, এই প্রতিবেদনের কোন ভিত্তি নাই। আর এই জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, সুপ্রিমকোর্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও। এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং মিছিল করেন। তারা ঘোষণা দিয়েছেন, বিএনপি আইনজীবীরা আদালতে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।
খালেদা জিয়ার জামিন শুনানি কেন্দ্র করে, সুপ্রিমকোর্টে মুখোমুখি আ.লীগ-বিএনপিপন্থী আইনজীবীরা
Facebook Comments