উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের নিষেধাজ্ঞার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় উত্তর কোরিয়াকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রোববার দেশটির নেতা কিম জং উনের তত্ত্বাবধানে একটি মধ্য থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। বড় ধরনের ভারী পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা যাচাই করতে নতুনভাবে তৈরি এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।