জিপি নিউজঃ সাভার উপজেলার আমিনবাজারের সালেহপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাবের সন্ধান পাওয়া যায়নি এখনও।
ট্যাক্সিক্যাব উদ্ধারে রোববার রাত থেকে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। ক্যাবে যাত্রী ছিল কি না তা জানা যায়নি। পুলিশ বলছে, ক্যাব উদ্ধারের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এর আগে সাভার থেকে ঢাকা যাওয়ার পথে সালেহপুর এলাকায় রোববার রাত পৌনে ৯টার দিকে ক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে তলিয়ে যায়। একটি বাসকে ওভারটেক করার সময় ব্রিজে ওঠার আগে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
রাত ১টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।। তবে এখন পর্যন্ত গাড়িটির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট চারটি দল কাজ করছে।
প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, নদীতে তলিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সিক্যাবটি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামে একটি কোম্পানির যাত্রিবাহী ক্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের অপর এক ট্যাক্সিক্যাব চালক মো. হানিফ। তিনি জানান, ট্যাক্সিক্যাবটি ঢাকা থেকে যাত্রী নিয়ে সাভারে এসেছিলো। ফিরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় জিয়া (৪০) নামের একজন ট্যাক্সিক্যাবটি চালাচ্ছিলেন।
ঘটনার পর জসিম নামে একজন প্রত্যক্ষদর্শী তাৎক্ষণিক বিষয়টি পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
ফায়ার সার্ভিস-৪ এর জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দলও এসেছে।
নদীতে স্রোত বেশি থাকায় স্পিডবোট আসার পর তারা উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখন পর্যন্ত ট্যাক্সিক্যাবটি কিংবা এর কোন চালক বা যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজ চালাতে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।