জিপি নিউজঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা আলমগীর বলেন, ২৬ মার্চ সারা দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে, সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য ও জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো হবে। ২৭ মার্চ কেন্দ্রীয়ভাবে ঢাকায় র্যালি করা হবে।
তিনি বলেন, ২৫ মার্চ বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অথবা মহানগর নাট্য মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি সাতদিন ব্যাপী পালন করবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, এবিএম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর মুনীর হোসেন, জাসাস এর হেলাল খান, যুবদলের মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, মহিলা দলের রোকেয়া চৌধুরী বেবী, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরী, আব্দুর রহিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।