জিপি নিউজঃ ২৮ নভেম্বর থেকে ৩০ দিনের সামরিক শাসন জারি কার্যকর করা হয়েছে ইউক্রেনে।
বুধবার দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এ ঘোষণা দিয়েছেন।
রাশিয়ার ‘আগ্রাসন’ থামাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের চার বছরের মাথায় এসে প্রথমবারের মত এমন পদক্ষেপ গ্রহণ করলো দেশটি। সোমবার ইউক্রেনের পার্লামেন্ট সামরিক শাসনের অনুমোদন দেয়। এর একদিন পূর্বেই আজোভ সাগরে ইউক্রেন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।
ইউক্রেনের পার্লামেন্টের চেয়ারম্যান অ্যান্দ্রি পারুবি বলেন, তিনি সাক্ষর করার পরেই প্রতিকী এই আইন বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। ইউক্রেনের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়া বলছে, এ ধরণের পদক্ষেপ দেশদুটির মধ্যে থাকা সংঘাতকে আরো উস্কে দেবে।
উল্লেখ্য, রাশিয়া তার সমুদ্রসীমা থেকে ইউক্রেনের ৩টি জাহাজসহ মোট ২৪ নাবিককে আটক করেছে। মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ক্রিমিয়ার একটি আদালত ১২ জনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে।