জিপি নিউজঃ কুমিল্লা সদর দক্ষিন, লাঙ্গল কোর্ট ও লালমাই থানা নিয়ে গঠিত কুলিল্লা-১০ আসন । আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিন, লাঙ্গল কোর্ট ও লালমাই) আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন ফরম জমা দিলেন এই আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপি’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর ভুঁইয়া ।
এর আগে গত সোমবার দুপুরে নিজ আসনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে যান । সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি বিএনপি’র দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এক সাক্ষাৎকারে আবদুল গফুর ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরেই দলের দুঃসময়ে নেতাকর্মিদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি ও মাঠে জনসংযোগ করে আসছি। দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে রয়েছেন।
তিনি আরো বলেন, বিগত ২০০৮ সালের নির্বাচনে দল নাঙ্গলকোটের মোবাশ্বের আলম ভূঁইয়াকে এই আসনে বিএনপির প্রার্থী করে কিন্তু তিনি পরাজিত হন। তাই দলের কাছে তার প্রত্যাশা বেশী। তিনি আবারও এমপি হয়ে জনগণের খেদমত করতে চান । তিনি বলেন দল যদি তাকে কুমিল্লা-১০ আসনে তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি এই আসনটিতে বিপুল ভোটে বিজয়ই হয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দিবেন ।