জিপি নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহ আব্দুল্লাহ আল বাকী ।
আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন । এর আগে গতকাল বিকেলে দলের একই কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ।
শাহ আব্দুল্লাহ আল বাকী- বর্তমানে নোয়াখালী জেলা বিএনপি’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন । এছাড়াও তিনি একই সাথে ‘জিয়া মঞ্চ” কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ‘চেতনায় বাংলাদেশী জাতীয়তাদ’ নামক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
তিনি একাধারে- নোয়াখালী জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাড়াও বেগমগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই দলের দুঃসময়ে নেতাকর্মিদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি ও মাঠে জনসংযোগ করে আসছি। বেগমগঞ্জের দলীয় নেতা-কর্মীরা আমার সঙ্গে রয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান এবং এম পি হয়ে জনগনের খেদ্মত করতে চান । তিনি বলেন দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে ধানের শীষের বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী ।