জিপি নিউজঃ সোনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহেরপুর ও মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন আলহাজ্জ অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী ।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এলাকার নেতাকর্মিদের সাথে নিয়ে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরে তার মনোনয়ন পত্র জমা দেন ।
গত ১৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নিজ আসনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তিনি ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে যান । সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপি’র দপ্তর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ডাঃ রফিকুল ইসলাম, ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এর প্রাথমিক সদস্য হিসেবে ছাত্র রাজনীতি শুরু করে আজ অবদী সৎ, সাহসী, মেধা ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে রাজনীতির ময়দানে সরব আছেন । জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ- সভাপতি ও ময়মনসিংহ জেলার ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বপালনকারী এই তুখোড় রাজনীতিবিদ ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জি.এস পদে নির্বাচিত হন । তিনি ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর অন্যতম প্রতিষ্ঠাতা । পরবর্তিতে তিনি ড্যাবের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন । এছাড়াও তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন । ধানের শীষের প্রার্থী হিসেবে এই আসনে বিপুল ভোট পেলেও ভোট কারচুপির ফলে তিনি পরাজিত হন।
ডাঃ রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহবানে গনতন্ত্র পুনরুদ্ধারের দাবীতে বিগত সকল আন্দোলন সংগ্রামে তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় ভুমিকা পালন করেন । এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি নানাভাবে মামলা, হামলা, নির্যাতনের স্বীকার ও পুলিশের গুলিতে আহত হন। এবারও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষে নির্বাচনের জন্য তিনি শতভাগ প্রত্যাশী ।
তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি’র তৃণমূলের সকল নেতাকর্মী তার সাথে আছে এবং দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে তিনি বিপুল ভোটে বিজয়ই হয়ে বেগম খালেদা জিয়াকে উপহার দিবেন ।