জিপি নিউজঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রথম দিন ফরম বিক্রি করছে দলটি।
সোমবার নেলা পৌনে ১১ টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের এখণ উপচেপড়া ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে নয়াপল্টন।
কুমিল্লা বিভাগের মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় মহিলা দলের অফিসে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে দ্বিতীয় তলায় মিটিং রুমে, রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন ফরম বিক্রির হচ্ছে পঞ্চম তলায় শ্রমিক দলের কেন্দ্রীয় অফিসে, খুলনা ও ফরিদপুর বিভাগের মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে পঞ্চম তলায় স্বেচ্ছাসেবক দলের অফিসে, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে এবং বরিশাল বিভাগ চতুর্থ তলায় যুবদল দক্ষিণের অফিসে।
মনোনয়ন প্রত্যাশীদেরকে আজকের মধ্যেই বিদ্যুত, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল পরিশোধ করতে হবে।
দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।
আগামীকাল মঙ্গলবার ১৩ নভেম্বর একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। সেই সাথে ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরেরর মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।
উৎসব মুখর পরিবেশে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, নয়াপল্টনে উপচেপড়া ভিড়!
Facebook Comments