জিপি নিউজঃ রাজশাহীর বেলপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার সকাল পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকালে রাজশাহী থেকে ওই প্রাইভেটকারটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে ভাঙড়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ ২ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই কারে আর কেউ না থাকায় নিহত দু’জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।