জিপি নিউজঃ ২১ শে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাদের উস্কানিমূলক বক্তব্যকে আমলে নেবে না বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রায় অপ্রত্যাশিত হলেও নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচী পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘রায় কি হয় দেখবো। তবে যেটাই করি শান্তিপূর্ণ হবে। আমরা এমন কোন কাজ করবো না জনগণ কষ্ট পায়। সরকার যেহেতু গণবিচ্ছিন্ন তাদের পারদের মিটার একদম শূন্যের কোঠায়। তাই টিকে থাকার জন্যে নানা ধরনের অপবাদ মিথ্যাচার তারা করবেন। যেটা তারা ২০১৪ এবং ২০১৫ সালে করেছে। নেতাকর্মীদের বলেছি আমরা সত্যের পক্ষে। আমরা ন্যায় ও শান্তির পক্ষে। আওয়ামী লীগ অশান্তির পক্ষে। ওদের কথা হুমকির কথা। আমাদের কথা ন্যায়ের কথা শান্তির কথা।’