জিপি নিউজঃ গ্রিসে ভয়াবহ দাবানলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এই দাবানলের কারণে আহত হয়েছে শতাধিক লোক। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। এথেন্সের উপশহরের মানুষজনকে অন্যত্র সরে নেওয়া হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নসহ আর্ন্তজাতিক সাহায্য চেয়েছে দেশটির সরকার।
গ্রীস সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, দাবানলে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০৪ জনেরও বেশি। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, হতাহতদের মধ্যে ১৬ জন শিশুও রয়েছে।
দাবানল নেভাতে ছয় শতাধিক দমকলকর্মী ও ফায়ার সার্ভিসের তিনশ’ গাড়ি অংশ নিচ্ছে। দাবানল নেভাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে গ্রিস।
কালো ধোঁয়ার কারণে প্রধান প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দিতে হয়েছে। প্রচণ্ড আগুনের কারণে বিমানের ফ্লাইটও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
-সূত্র: বিবিসি-