জিপি নিউজঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (রব) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে এখন মহা উন্নয়নের নামে মহা দুর্নীতি ও মহা চুরি চলছে। আমরা কোনো স্বৈরাচার চাই না। রাষ্ট্র ক্ষমতার মালিক হবে জনগণ।
রবিবার বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জেলা জাসদ ও বিকল্পধারা আয়োজিত যুক্তফ্রন্টের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, বাংলাদেশ পুলিশী রাষ্ট্র হবে না, আইনের শাসন হবে। যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলে জনগণের প্রশ্নের উত্তর দিতে না পারলে তিন মাসের মধ্যে ক্ষমতা ছেড়ে দিবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাসদ সভাপতি বলেন, ছাত্ররা কোটা সংস্কার চেয়েছে, আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন, কোটা বাতিল করে দাও। কিন্তু আপনি আপনার কথা রাখতে পারেননি। কোটা সংস্কারের বিরুদ্ধে হাইকোর্টের কোনো রায় নেই।
জেলা জাসদের সভাপতি আবদুর রহমান মাস্টারের সভাপতিত্বে গণসমাবেশে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান বাচ্চু, বিএনপি দলীয় সাবেক এমপি কবীর উদ্দিন আহমেদ, বিকল্পধারার কিশোরগঞ্জ জেলা সভাপতি অধ্যাপিকা আনোয়ারা বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হক পিন্টু, জামালপুর জেলা জাসদ সভাপতি মো. আমির হোসেন, নেত্রকোনা জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. সোলায়মান প্রমুখ বক্তব্য দেন।