জিপি নিউজঃ গাজা প্রশ্নে আরব সমর্থিত একটি প্রস্তাবের বিষয়ে ভোটাভুটির ব্যাপারে আগামী বুধবার বিকেল ৩ টায় জাতিসংঘ সাধারণ পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সংস্থার প্রেসিডেন্ট মিরোস্লাভ লাজকাক শুক্রবার এ বৈঠকের ঘোষণা দেন। খবর এএফপি’র।
কূটনীতিকরা জানান, এ প্রস্তাবে ইসরাইলের নিন্দা জানানো হবে। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই ধরণের একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত সপ্তাহের ওই প্রস্তাবে ইসরাইলের আগ্রাসন থেকে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার আহবান জানানো হয়েছিল।
বিক্ষোভকারীদের সাথে কয়েক সপ্তাহের অব্যাহত সংঘর্ষের প্রেক্ষাপটে শুক্রবার গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় এটা আহবান করা হয়।
এ প্রস্তাবের প্রতি সমর্থন জানানো এমন একটি দেশের এক কূটনীতিক এএফপি’কে বলেন, প্রস্তাবের পক্ষে ‘সবোচ্চ সংখ্যক ভোট পেতে আমরা আগামী সপ্তাহে কাজ করবো।’
-বাসস-