থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট জনকল্যাণমুুূখী বাজেট।
তিনি বলেন, এই বাজেট জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন। ৪ লাখ কোটি টাকারও বেশি বাজেট প্রমাণ করে বর্তমান সরকারের আমলে দেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক দৃঢ়।
মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনকল্যানমুখী এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দরিদ্রতা দূর করে ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশে পৌঁছানোর লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ অবশ্যই উন্নত দেশে পরিণত হবে। ভবিষ্যতে বাজেটের আকার এর চেয়েও বড় হলে অবাক হওয়ার কিছু নাই। বর্তমান সরকার জনগণের সরকার, এ সরকারের আমলে তাক লাগানো উন্নয়ন চলতেই থাকবে।
মন্ত্রী বলেন, রমজান রহমত, বরকত ও মাগফিরাতের মাস। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে নিজের আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব।
মন্ত্রী বলেন, রোজা মানুষকে প্রকৃত আধ্যাত্মিক ও জাগতিক মানুষ হতে সহায়তা করে এবং ধৈর্য্য ও সংযমী হতে সাহায্য করে।
রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্প্রীতি, সমবেদনা ও সহমর্মিতার শিক্ষা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পরে দেশ, জাতি ও সমগ্র ইসলাম উম্মার শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সুত্র- বাসস