জিপি নিউজঃ বেসরকারি শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান না করার প্রতিবাদে এবং চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আজ দুপুর ১২টায় ঢাকা জেলার আহ্বায়ক মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। তারা দীর্ঘ দিন ধরেই বৈশাখী ভাতার দাবী করে আসছে কিন্তু সরকার তাদের এই দাবী চলতি বছরও পুরন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বৈশাখী ভাতা প্রদান না করে সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন। ২০১৫ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং সরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান করেছেন। বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদান না করায় সাড়ে ৫ লক্ষ বেসরকারি শিক্ষক কর্মচারী বিক্ষুব্ধ। চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে সারাদেশের শিক্ষক সমাজ আন্দোলনের মাঠে। বৈশাখী ভাতা প্রদান না করায় চাকুরী জাতীয়করণের এক দফা আন্দোলন আরো বেগবান হবে। ৩০ জুনের মধ্যে চাকুরী জাতীয়করণের ১ দফা দাবি পূরণ না হলে জুলাই থেকে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
বৈশাখী ভাতা না দেয়ার প্রতিবাদে সারাদেশে সকল জেলা সদরে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল শিক্ষক-কর্মচারীদের তিনি অভিনন্দন জানান । সেই সাথে ৩০ জুনের মধ্যে চাকরি জাতীয়করণসহ বৈশাখী ভাতা প্রদান করা না হলে জুলাই থেকে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন এই শিক্ষক নেতা ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাহাদাৎ হোসেন, অধ্যাপক আবু সাঈদ, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রাশেদুল ইসলাম, অধ্যক্ষ আলমগীর তালুকদার, কর্মচারী ফেডারেশনের নেতা মো. আইয়ুব আলী প্রমুখ।
তাছাড়া কাজী আব্দুর রাজ্জাক ও প্রিন্সিপাল রেজাউল করিমের নেতৃত্বে কুষ্টিয়ায়, অধ্যক্ষ আব্দুর রহমানের নেতৃত্বে কুমিল্লা, এম.এ ছফা চৌধুীর নেতৃত্বে চট্টগ্রাম, অধ্যক্ষ সেলিম মিয়ার নেতৃত্বে ফরিদপুর, ফজলুল হকের নেতৃত্বে কিশোরগঞ্জ, অধ্যাপক মোশারফ হোসেন লিটনের নেতৃত্বে চাঁদপুর, শহীদুল ইসলামের নেতৃত্বে বগুড়া, অধ্যাপক মুঞ্জুরুল ইসলামের নেতৃত্বে দিনাজপুর-সহ সকল জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
-গিয়াস/ইউএ –
Facebook Comments