জিপি নিউজঃ নিজের খাবারের টাকা বাঁচিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য খাবার ও ফল নিয়ে নাজিম উদ্দিন রোডের কারাগারে দেখা করতে এসেছিল কিছু এতিম বালক কিন্তু খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে না পারায় গভীর দুঃখ ভারাক্রান্ত মনে তারা ফিরে গেল।
শুক্রবার সকাল ১১ টার দিকে নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী বেগম খালেদা জিয়া’র জন্য নিজের কষ্টার্জিত টাকা দিয়ে কিছু খাবার ও ফলমূল নিয়ে কারাগারের সামনে হাজির হয়েছিল বেশ কয়েকজন এতিম শিশু । তাদের উদ্দেশ্য ছিল তাদের মা সমতুল্য নেত্রীকে তাদের কস্টের টাকা দিয়ে কেনা কিছু খাবার খাওয়ানো কিন্তু কারাগারে কারারক্ষীদের কঠোর নিরাপত্তার কারনে তাদের সেই আশা পুরন না হওয়ায় মনে কস্ট নিয়ে কারাগারের সামনে বেশ কিছুক্ষন অবস্থান করে তারা বিদায় নেয় ।
জানতে চাইলে এতিম শিশুরা জানায় তারা একটি এতিমখানা থেকে এসেছে তারা লোকমুখে ও খবরের কাগজ পড়ে জানতে পারে যে , খালেদা জিয়াকে এতিমের টাকা আত্নসাতের জন্য ৫ বছরের জেল দিয়েছে ও কারাগারে বন্দী করে রাখা হয়েছে । তাদের ধারনা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে ।
তারা আরও জানায়, যে খালেদা জিয়া প্রতি বছর রমজান মাসের প্রথম রোজার ইফতার এতিমদের সাথে করে সে কোনদিন এতিমদের টাকা খেতে পারে না , পারে না পারে না । আমরা এতিম তাই এমন এতিম দরুদি মা বেগম খালেদা জিয়াকে খাওয়ানোর জন্য আমরা এতিমখানার খাওয়া দাওয়া ও খরচের জন্য যে পরিমাণ অর্থ দেয়, সেখান থেকে আমরা টাকা খরচ না করে আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এসেছি কিন্তু ওরা ( কারারক্ষীদের উদ্দেশ্য করে) আমাদের ভিতরে যেতে দিল না বলে তারা কান্নায় ভেঙ্গে পড়ে । পরে তারা খালেদা জিয়ার মুক্তি চেয়ে দোয়া করে চলে যায় ।