জিপি নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বুধবার বিকালে পাওয়া যাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিষয়টি নিশ্চিত করে বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সকালে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন কপি তৈরির কাজ শেষ পর্যায়ে। বিকাল ৪টা নাগাদ তা আইনজীবীদের দেয়া যাবে। আজ রায়ের কপি পেলে বৃহস্পতিবার আপিল আবেদন করতে পারব। আপিল আবেদনের পরে বেগম জিয়ার বিরুদ্ধে যদি প্রোডাকশন অ্যারেস্ট জারি হয় তাহলে তা প্রত্যাহারের আবেদন জানানো হবে বলে জানান সানাউল্লাহ মিয়া।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই দিনই আদালত থেকে বেগম খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।