জিপি নিউজঃ দিনাজপুরের বীরগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বীরগঞ্জ-কাহারোল পাকা সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মোটরসাইকেল আরোহী আব্দুল কুদ্দুস মারা যায়। তিনি খানসামা উপজেলার পুলেরহাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
আহত বাকি দুজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আরিফ বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মোকবুল পানুয়ার ছেলে।
এছাড়া আহত আরিফের স্ত্রী সাবিনাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।