জিপি নিউজঃ খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। খুব ভালো কথা, আদালতের বিচারে তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে অবশ্যই খালাস পা্বনে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।’ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
খালেদা জিয়ার মামলায় সরকারের কোনো হাত নেই: ওবায়দুল কাদের
Facebook Comments