জিপি নিউজঃ ক্ষমতাসীন লোকদের কেন্দ্রদখল, ব্যালট ছিনতাই, রাতেই ব্যালটে সিলা, সাধারণ ভোটারদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া, ধানের শীষের প্রার্থীদের এজেন্টদের মারধর কের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ৮টি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপির ৮ চেয়ারম্যান প্রার্থী হলেন, রায়কোট উত্তরের মিয়া মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণের নজরুল ইসলাম মিনু, আদ্রা উত্তর ইউনিয়নের মাহবুবা আক্তার ও আদ্রা দক্ষিণের মাইনুদ্দিন, দৌলখাঁ ইউনিয়নের মোশাররফ হোসেন মিশু, বটতলী ইউনিয়নের গোলাম মাওলা, জোড্ডা পূর্ব ইউনিয়নের শফিকুর রহমান ও পশ্চিমের ডা. শাহজাহান।