জিপি নিউজঃ কে কাকে বাদ দিয়ে মঞ্চে থাকবেন তা নিয়ে প্রতিযোগিতায় নামলেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ কারণে হয়ে গেলো হাতাহাতি। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে থাকা নিয়ে তাদের এই কাণ্ড সমালোচিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে শুরু হয় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মঞ্চে ওঠার প্রতিযোগিতা। একসময় তা রূপ নেয় হাতাহাতিতে। পরিস্থিতি উত্তপ্ত ছিল দীর্ঘ ৪০ মিনিটের মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব মো. রইসউদ্দিন মঞ্চে শুধু এলজিইডির কর্মকর্তা বাদে সবাইকে মঞ্চ ছাড়ার নির্দেশ দেন।
উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আসার আগে মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দিয়ে মঞ্চের সামনের অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ। এ সময় নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। পরে গণভবন থেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ভিডিও কনফারেন্সের মধ্যমে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।