জিপি নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সাবেক এই রাজনীতিবিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ারের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর সততা ও নিষ্ঠা ছিল ঈর্ষণীয় উচ্চতায়। সে কারণেই পেশাগত জীবনে সরকারি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তাঁর অমলিন ব্যক্তি-মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন।’
রাজনৈতিক জীবনেও এম কে আনোয়ার নিজ আদর্শে অটল থেকে রাজনৈতিক সংগ্রাম ও জনগণের সেবা করে গেছেন বলে উল্লেখ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘রাজরোষে পড়া সত্ত্বেও এম কে আনোয়ার কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি, তাই বারবার কারাবরণসহ নিপীড়ন-নির্যাতন সহ্য করেও নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে অগণতান্ত্রিক সরকারের অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনই কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে মাথানত করেননি।’
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রয়াত এই নেতা সব সময় সামনের কাতারে থেকেছেন জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যাণমূলক কাজেও তাঁর অবদান স্মরণীয়। তাই জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার কারণেই আদর্শনিষ্ঠ এম কে আনোয়ার বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।’
খালেদা জিয়া বলেন, এম কে আনোয়ার বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি আরো বলেন, ‘রাজনীতিতে যোগ দিয়ে যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে, তখনই স্বৈরাচারের কবল থেকে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নের জন্য এম কে আনোয়ারের গৌরবময় অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য মর্মস্পর্শী।’
বিবৃতিতে এম কে আনোয়ারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন।