জিপি নিউজঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আফগান রাজধানী কাবুল ও মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের দু’টি মসজিদে আত্মঘাতী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ চলাকালে এসব হামলা চালানো হয়। খবর সিনহুয়ার।
গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক শুক্রবার এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ মহাসচিব এসব হামলার ঘটনায় আফগানিস্তানের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানান।
বিবৃতি বলা হয়, এসব হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করানোর ওপর জোর দেন।
উল্লেখ্য, শুক্রবারের আত্মঘাতী বোমা হামলায় ৭০ জনের বেশী লোক নিহত হয়। কাবুলের একটি শিয়া মুসলিম মসজিদে এক হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে কমপক্ষে ৪০ জন নিহত হয়। এর আগে ঘোর প্রদেশে একটি সুন্নি মুসলিম মসজিদে হামলায় ৩৩ জন নিহত হয়।
আইএস শুক্রবারের এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সুত্র- বাসস