জিপি নিউজঃ ঢাকা মহানগর পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল অভিযান চালিয়ে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মো: আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান ।
তিনি জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে-মোসলেম মিয়া, শাহ আলম কবির, আশিকুর রহমান ও মো: আব্দুর রহিম। এসময় তাদের কাছ থেকে ১৬১২ টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মন্ত্রাণালয়, বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের নকল সীল, নোটারী পাবলিকের এ্যাম্বুস সীল, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সীলসহ মোট ৬১৭ টি সিল উদ্ধার করা হয়। এছাড়া ৩টি পাঞ্চ মেশিন, ২টি কম্পিউটার ও ১টি প্রিন্টার উদ্ধার করা হয়।
তিনি জানান,বর্তমানে অনলাইন, জেলা, থানা ও ডিএমপি’র ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয়। যে প্রতারক চক্রটিকে গ্রেফতার করা হয়েছে তারা জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করতো।তারা দেশের বিভিন্ন থানার এবং মন্ত্রণালয়ের নকল সীল ব্যবহার করেছে এবং তারা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ট্রাভেল এজেন্সীর চাহিদার প্রেক্ষিতে অর্থের বিনিময়ে এ ধরনের কর্মকান্ড করতো।
আব্দুল বাতেন বলেন,মানবপাচারকারী বা দালাল চক্রের সদস্যরা প্যাকেজ আকারে স্বল্প ও অশিক্ষিত মানুষের কাছ থেকে প্রতিটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ১০ হাজার টাকা করে নিত এবং এ চক্র তাদের চাহিদা অনুযায়ী জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানিয়ে দিত।
সুত্র – বাসস