জিপি নিউজঃ জাতীয় ঐক্য সৃষ্টি করে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বিএনপি রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে চায় বোলে তিনি অভিমত প্রকাশ কোরেন । রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, আমরা বিভক্তি চাই না। তাই ক্ষমতাসীন সরকার ও তার সংশ্লিষ্টদের বলতে চাই, পরস্পর কাদা না ছুঁড়ে বিশাল এ সমস্যার মোকাবিলা করা জরুরি। এজন্য সব রাজনৈতিক দল ও পেশার মানুষকে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার। রোহিঙ্গাদের ফেরত পাঠতে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন ও ভারত সফরে যাওয়া উচিত মন্তব্য করেন বিএনপির মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারের উচিত চীন ও ভারত সফরে ডেলিগেট পাঠানো। প্রয়োজন হলে প্রধানমন্ত্রী নিজেরই চীন ও ভারত সফরে যাওয়া উচিত। যাতে জনমত গঠন করে চীন ও ভারতকে বাংলাদেশের পক্ষ নিয়ে আসা যায়।
ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পেরেছি, বাংলাদেশে ইতোমধ্যে ১ মিলিয়ন (১০ লাখ) রোহিঙ্গা প্রবেশ করেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার উচিত ছিল সব রাজনৈতিক ও পেশাজীবীদের নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য সৃষ্টি করা। কিন্তু তারা জাতীয় ঐক্য সৃষ্টি না করে অন্যায়ভাবে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মীর্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।