জিপি নিউজঃ মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় সব ধরনের প্রচেষ্টার জন্য বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের সরকারি বাহিনীর দমন-নিপীড়নের মুখে নিজ দেশ থেকে পালিয়ে এসে রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিথার ন্যুরট বলেন, আমরা এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ সরকারের উদারতা ও আক্রান্ত মানুষের কাছে সাহায্য ও সেবা পৌঁছে দেয়ার অব্যাহত প্রয়াসের প্রশংসা করছি।
স্টেট ডিপার্টমেন্টের এই বিবৃতিকে উদ্ধৃত করে আজ এখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গার আশ্রয়ের জন্য সীমান্ত পাড়ি দেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এতে বলা হয়, জাতিসংঘের প্রকাশিত ৮ সেপ্টেম্বরের হিসেবে ২৫ আগস্ট থেকে বার্মার রাখাইন রাজ্যে হিং¯্র আক্রমণ ও নির্বিচারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়াসহ ভয়াবহ মানবাধিার লঙ্ঘনের মুখে প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, নিজ দেশ থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তায় মার্কিন কর্তৃপক্ষ জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার, রেডক্রস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ তার অংশীদারদের সঙ্গে ঘনিষ্ট সমন্বয় অব্যাহত রেখেছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০১৬ সালের অক্টোবর থেকে এ অঞ্চলে বার্মার বাস্তুহারাদের জন্য প্রায় ৬৩ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে।
সুত্র- বাসস