জিপি নিউজঃ গত ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় গুলিস্তান জিরো পয়েন্টের কাছে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া ।
উল্লেখ্য, মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানের উপর সে দেশের সামরিক বাহিনীর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক পূর্বঘোষিত বানব-বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করতে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে রওনা করেন, একপর্যায়ে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে পৌঁছালে তিনি বাস দুর্ঘটনার সম্মুখীন হন । সে সময় তিনি বাসের ধাক্কায় ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন এবং ডান পায়ে প্রচন্ড আঘাত পান । পথচারীরা তাকে উদ্ধার করে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করান । বর্তমানে তিনি সেখানে ডাঃ এ জেড এম জাহিদ হাসানের তথ্যাবধানে চিকিৎসাধীন আছেন ।
এদিকে চিকিৎসাধীন বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে দেখতে গতকাল হাসপাতালে ছুটে যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ, এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হাসান, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, আব্দাল আহমেদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ তুহিন সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ।