জিপি নিউজঃ সরকার বিএনপিকে আতঙ্ক মনে করে বলেই সরকার আজ বিরোধী দলের নেতাকর্মীদের দিয়ে দেশের সমস্ত কারাগার ভরেছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী । সরকারের টার্গেট হচ্ছে বিএনপিকে ধ্বংস করা উল্লেখ করে রিজভী আরও বলেন, বিএনপির নেতাদের গুম, খুন, হত্যার পরেও এই সরকারের আতঙ্ক যেন কাটছেই না। সমাজের শীর্ষ সন্ত্রাসীরা যেমন ভয়ে থাকে এই সরকারও তেমনি ভয়ে থাকে। বিএনপি সরকারে ভয় পায় না। আন্দোলন সংগ্রামের দল বিএনপি। আওয়ামী লীগ নেতাদের অবৈধ সম্পদের মালিকানা ও সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে চান না বলে অভিযোগ করেছেন রিজভী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম কর্তৃক আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, আজকে খবরের কাগজ খুললেই আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের প্রসাদ আর হোটেলের ছবি আমরা দেখতে পাই। কি পরিমাণ দুনীতি করলে মাত্র ৫ থেকে ৬ বছরের মধ্যে এ রকম কোটি কোটি টাকার মালিক হতে পারে।নেতাদের এই অধৈব সম্পত্তি রক্ষার জন্যেই প্রধানমন্ত্রী আজ ক্ষমতা ছাড়তে চান না।
শাসন বিভাগ, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে প্রধান বিচারপতির এমন বক্তব্যের ফলে আওয়ামী লীগের নেতাদের গায়ের জ্বালা বেড়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, প্রধান বিচারপতি যখন সত্য কথা বলে আওয়ামী লীগের নেতাদের গায়ে জ্বালা শুরু হয়।
গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বরকতুল্লাহ বুলু ও খায়রুল কবির খোকনকে মুক্ত করা হবে বলে জানিয়ে রুহুল করিব রিজভী বলেন, সরকারের করুণা নয় রাজপথে আন্দোলনের মাধ্যমে এই দুই নেতাকে মুক্ত করে সরকারের পতন তরান্বিত করা হবে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।