জিপি নিউজঃ এবারের স্প্যানিশ লা-লিগার শিরোপা থেকে মাত্র এক পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ। বুধবার সেল্টা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা শিরোপার আরো কাছাকাছি চলে গেছে। লা-লিগায় সব দল ৩৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। সামনে বাকি মাত্র এক ম্যাচ করে। ওই ম্যাচের আগে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। এতে সামনের ম্যাচে রোববার মালাগার সঙ্গে ড্র করলেই ২০১২ সালের পর প্রথম শিরোপা জিতে নেবে রিয়াল। তবে তারা হেরে গেলে এইবারের বিপক্ষে শেষ ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নিতে পারবে বার্সেলোনা। এক্ষেত্রে শিরোপা ধরে রাখার জন্য প্রতিপক্ষের অমঙ্গল কামনা করা ছাড়া বার্সেলোনার সমর্থকদের আর কোনো পথ নেই। সেল্টা ভিগোর মাঠে ম্যাচের ৪৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ, ১০ মিনিটে প্রথম গোল করেন পর্তুগিজ এই তারকা । এরপর দ্বিতীয় গোল করেন ৪৮ মিনিটে। তবে ৬৯ মিনিটে ব্যবধান কমায় সেল্টা ভিগো। কিন্তু এর এক মিনিট বাদে করিম বেনজেমার গোলে ৩-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর ৮৮ মিনিটে টনি ক্রুসের গোলে বড় জয় নিশ্চিত করে সফরকারী রিয়াল মাদ্রিদ ।
রোনালদোর জোড়া গোলে শিরোপার দারপ্রান্তে রিয়াল মাদ্রিদ
Facebook Comments