জিপি নিউজঃ আয়ের বিবেচনায় ভারতে অনেক তারকা ক্রিকেটার সেদেশের শীর্ষ ধনীদের ব্রাকেটে পড়েন।
কিন্তু এমনকী বলিউডের তারকাদেরও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথে যতটা সম্পৃক্ত দেখা যায়, সে তুলনায় ক্রিকেটারদের কথা তেমন শোনা যায়না।
কিছুটা ব্যতিক্রমী আইপিএলের শীর্ষ দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। এপ্রিলে তিনি ছত্তিশগড় রাজ্যে মাওবাদিদের হামলার নিহত নিরাপত্তা বাহিনীর ২৫ জন সদস্যের ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।
মঙ্গলবার থেকে দিল্লিতে তিনি গরীবদের জন্য একটি লঙ্গরখানা খুলেছেন।
সারা বছর বেলা একটা থেকে তিনটার মধ্যে যে কেউ এসে সেখানে বিনা পয়সায় দুপুরের খাবার খেয়ে যেতে পারেন সেখানে।
টুইটারে গম্ভীর লিখেছেন – একজন ক্ষুধার্তকে খাওয়ানোর মত তৃপ্তি বোধ হয় আর কিছুতেই নেই। কাউকে যেন ক্ষিদে নিয়ে বিছানায় যেতে না হয়।
তার এই উদ্যোগে সাহায্যের প্রস্তাব দিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খান।
গৌতমের টুইটারে শাহরুখ লিখেছেন – ক্যাপ্টেন বলুন আপনার কাজে আমি কীভাবে সাহায্য করতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।