জিপি নিউজঃ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার।
আজ মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসি বেগম রাশেদা সুলতানা, মো. আহসান হাবিব খান, মো.আলমগীর, আনিছুর রহমান ও সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ। পরে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে দাড়িয়ে থেকে এক মিনিট নিরবতা পালন করেন। সব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।
গিয়াস\জিপিনিউজ-
আজকের আরও খবর দেখুন-ভিডিও ঃ নতুন সিইসি সম্পর্কে যা বললেন মির্জা ফখরুল