জিপি নিউজঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের পাশেই কুশিয়ারা নদী তীরের উপজেলার শেরপুর নতুন বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউসিবি ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ডাকাত দলের সদস্যরা বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম মেশিন ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা গার্ডকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে রাত পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে ধরা যায়নি।