জিপি নিউজঃ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়িতে গড়ে তোলা জঙ্গি আস্তানা থেকে ৩টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। যা গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটনায় ব্যবহার করা হয়।
জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত বিশেষায়িত ইউনিট ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির একটি টিম গতকাল রবিবার রাতে ওই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। জঙ্গি আস্তানা পরিচালনাকারী জঙ্গিনেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে সিটিটিসির সদস্যরা গ্রেপ্তার করেছে।
সিটিটিসির কর্মকর্তারা বলেন, গত ১৭ মে সিদ্ধিরগঞ্জে পুলিশ বক্সের সামনে থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ওই বোমা তৈরি হয়েছিল নোয়াগাঁও এলাকার মিয়াবাড়ির জঙ্গি আস্তানায়। গতকাল বিকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় জঙ্গি আব্দুল্লাহ আল মামুনকে। পরে তাকে নিয়েই গত রাতে সিটিটিসির প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মিয়াবাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই আস্তানায় বিকট শব্দে ৩টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
রাত ১২টায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন গণমাধ্যমকে বলেন, মিয়াবাড়ির জঙ্গি আস্তানায় অভিযান শেষ করে তারা আরেকটি জায়গায় অভিযানের জন্য রওনা হয়েছেন। গতকাল বিকাল থেকেই মিয়াবাড়ির ওই জঙ্গি আস্তানা বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘিরে ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।