জিপি নিউজঃ ঢাকার নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। বেশ ক’জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ময়মনসিংহ বিভাগ ছাত্রদলের আলোচনা সভাকে কেন্দ্র করে পুলিশের অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে ঢাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে এ সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপি সূত্র বলছে, সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ একাধিক ছাত্রদল নেতাকর্মী আহত হয়। পরে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় দুই বিএনপি কর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে।
ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি কাওসার, পার্থদেব মন্ডল, আশ্রাফুল আলম লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, রিয়াদ ইকবাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনামসহ নেতাকর্মীরা।
এদিকে এই ঘটনায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ একের পর এক নেতাকর্মী গ্রেফতার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
গিয়াস/জিপি-নিউজ