জিপি নিউজঃ কানাডার ৪৩তম জাতীয় নির্বাচনে ১৫৬ আসন পেয়ে বিজয়ী হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি।
ফলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার সুযোগ পেলেন তিনি। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৪টি আসন প্রয়োজন।
নির্বাচনে ট্রুডোর প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ দলের নেতা অ্যানড্রু শীর। তার দল পেয়েছে ১২২ আসন। গত নির্বাচনে তারা পেয়েছিল মাত্র ৯৫টি আসন।
সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করতে হলে ৩৩৮ আসনের মধ্যে ১৭০ আসন প্রয়োজন ছিল। ট্রুডো কিংবা শীর কেউই এ সংখ্যার ধারেকাছে নেই।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বামপন্থীবিরোধী দলগুলোর সমর্থন প্রয়োজন হবে ট্রুডোর।
অ্যান্ড্রু শীরের রক্ষণশীলরা ট্রুডোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জগমিত সিংয়ের নিউ ডেমোক্র্যাটিক পার্টি, এলিজাবেথ মের গ্রিন পার্টি এবং কিউবেকের ব্লক কিউবেকোইসও ফেডারেল নির্বাচনে অংশ নেয়। নির্বাচনটিতে এখন পর্যন্ত ইতিহাসে সর্বাধিকসংখ্যক নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন।
===
** মধুর কন্ঠে কোরআন তেলাওয়াত শুনুন | Quran Tilawat **