জিপি নিউজঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে এই সরকারের পতন ঘটে যেত বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ।
আজ সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে ‘জিয়া মঞ্চ’ নামে একটি সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি কামনা শীর্ষক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন ।
সাবেক এই মন্ত্রী বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক শুন্যতা চলছে । বর্তমান সরকার ভোটারবিহীন সরকার তাই এই সরকার ও সংসদ অবৈধ । এভাবে সংসদ চলতে পারে না, দেশ চলতে পারে না । তিনি বলেন, খালেদা জিয়াকে ব্যক্তিগত কারনে নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারনে কারাগারে আটক রাখা হয়েছে । তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন নির্বাচনের দাবী করেন ।
তিনি বলেন, দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে । ক্যাসিনোর চেয়েও ব্যাংক থেকে বেশী টাকা লুটপাট করা হয়েছে । দেশে ৫০ হাজার গার্মেন্টস কর্মি বেকার হয়ে গেছে । আগামী বছর আরও ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে যাবে । ইতিমধ্যে দেশে ২৬ হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা বিজয়ের কাছাকাছি কারন এই সরকার পালিয়ে যাওয়ার পথ খুঁজছে ।
দোয়া মাহফিলে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, খালেদা জিয়া বাইরে থাকলে এই সরকার ও তার দুর্নীতিবাজ নেতাকর্মিরা এত লুটপাট করতে পারত না এ কারনেই তাকে মিথ্যা মামলায় ক্যংগারো কোর্টের মাধ্যমে কারাগারে আটকে রাখা হয়েছে । তিনি বলেন সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ও গতানুগতিক আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা যায়নি তাই জনগনের দাবীর কারনে আগামীতে কঠোর কর্মসুচীতে সকল নেতাকর্মিকে রাজপথে নামার আহবান জানান তিনি ।
দোয়া মাহফিলে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নবিউল্লাহ নবী বলেন, আ.লীগ জনগণকে বিশ্বাস করে না তাই তারা জনগণের ভোটের অধীকার ক্ষুন্ন করে প্রশাসনের লোকদের দিয়ে রাতের অন্ধকারে সিলমেরে অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে আছে । তিনি বলেন এই সরকার পুলিশ শাসিত সরকার তাই এই অগনতান্ত্রিক সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে ।
দোয়া মাহফিলে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সভাপতি ও ‘জিয়া মঞ্চ’ এর সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল আগামীতে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে ও গণতন্ত্র উদ্ধারে সকল আন্দোলন সংগ্রামে দলের সকল নেতাকর্মিদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় বাক্ত করেন ।
খলিলুর রহমান বাবুর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন, ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক মোঃ নেসার উদ্দিন, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক নাদিম চৌধুরী, তাঁতি দলের আবুল কালাম আজাদ সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ ।
গিয়াস/জিপি নিউজ