জিপি নিউজঃ পাকিস্তান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন নারী মানবাধিকার কর্মী গুলালাই ইসমাইল।
প্রাণনাশের হুমকি পাওয়ায় গুলালাই ইসমাইল কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন। পাকিস্তানে গুললাইয়ের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতা’ এবং ‘সহিংসতা উস্কে দেয়া’র অভিযোগে বেশ ক’টি মামলা হয়েছে।
এ জন্যে দেশটির সরকার তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। গুলালাই পাকিস্তানে কন্যাশিশুদের অধিকার সচেতনতা বৃদ্ধিতে কাজ করতেন।
গত মে মাসে ইসলামাবাদে ১০ বছরের শিশু ফারিশতাকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়ায় গুললাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে পাকিস্তান সরকার।