জিপি নিউজঃ আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দলের ‘সাধারন সম্পাদক’ পদপ্রার্থী শাহ্ নাওয়াজ ।
ছাত্রদলের কাউন্সিল ঘিরে টানটান উত্তেজনার মধ্যে বান্দরবনে নির্বাচনী প্রচারনাকালে এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন ।
শাহ নাওয়াজ বলেন, দীর্ঘ ২৭ বছর পর আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ কাউঞ্চিল ইতিমধ্যেই সারাদেশে এক অভাবনীয় আলোড়ন সৃষ্টি করেছে । তিনি সারাদেশে বেশীরভাগ অঞ্চল সফর করে কাউন্সিলরদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেছেন এবং কাউন্সিলররাও তাকে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান । তিনি মোবাইলে ও সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভোটারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন । এছাড়া তার পক্ষে সাবেক ছাত্রনেতাদের নিয়ে গঠিত বেশ কয়েকটি টিম কাজ করছেন । তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কাউন্সিলে শহীদ জিয়ার হাতে গড়া ছাত্রদের গর্বিত সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক পদে তিনি শতভাগ বিজয়ের আশাবাদী ।
শাহ নাওয়াজ আরও বলেন, তিনি আপাদমস্তক শীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সন্তান তার পিতাও জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী ছিলেন।
তিনি বলেন, ছাত্রদলে যেখানে যে সুযোগ পেয়েছি তা যথাযত পালনের চেষ্টা করেছি। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে বিগত সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি । তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলে তার প্রথম কাজ হবে কারগারে আটক সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, মাতৃতুল্য বেগম খালেদা জিয়াকে মুক্ত ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করার জন্য কার্যকর আন্দোলন গড়ে তোলা । এছাড়াও তিনি তার নির্বাচনী ইশতেহারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়ন, বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ বাস্তবায়ন, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আবাধ, সুষ্ঠ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা, বিগত আন্দোলন সংগ্রামে গুম,শহীদ, আহত এবং নির্যাতিত পরিবারের জন্য “ডেমোক্রেটিক ফাইটার ফান্ড” গঠন, গরীব ও মেধাবীদের শিক্ষাবৃত্তির জন্য “আর্থিক ফান্ড” গঠন, প্রতিবছর ছাত্রদলের উদ্দ্যোগে বৃক্ষরোপন,কর্মসূচি, পরিছন্নতা অভিযান, গণতন্ত্র সচেতনতা অভিযানসহ বিভিন্ন প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যাক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রতিদ্বন্দিতা করছেন। ১১৭টি ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর তাদের ভোট দিয়ে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচিত করবেন।