জিপি নিউজঃ টেক্সাসে ওয়ালমার্টের বিপণীবিতানে বন্দুরকধারীর গুলিতে ২০ জনের প্রাণহানির কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের ওহাইওতে একই ধরনের হামলা হয়েছে।
রাজ্যের অরেগন জেলার ডেটনে একটি পানশালার বাইরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৯ জন এবং পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত অন্তত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেটন পুলিশের এক কর্মকর্তা।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই৫ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে।
এফবিআইর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন; জরুরি সেবার গাড়িগুলোও সেখানে অবস্থান নিয়েছে।
সামাজিক যোগযোগ মাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, গুলির মধ্যে মানুষজন রাস্তায় ছোটাছুটি করছে। হতাহত কয়েকজনকে হাসপাতালে নিতেও দেখা গেছে।
ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়।
টেক্সাসে ওয়ালমার্টের দোকানে এক বন্দুকধারীর হামলার কয়েক ঘণ্টার মধ্যে ওহাইওতে হামলার ঘটনা ঘটল।
টেক্সাসের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়াল মার্টের দোকানে শনিবার বেলা ১১টার দিকে ওই হামলায় ২০ জনের মৃত্যু হয় বলে রয়টার্স জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে আবারও হামলা, নিহত ৯
Facebook Comments