জিপি নিউজঃ বর্তমান সরকার অস্বাভাবিক সরকার এবং তারা গনপিটুনীতে মানুষ হত্যা, নির্যাতন এবং দেশ বিরুধী ষড়যন্ত্র করে তা গুজব বলে উড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের সহযোগী সংগঠন জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
মোশাররফ হোসেন বলেন, প্রিয়া সাহা যে মিথ্যা তথ্য দিয়েছে ট্রাম্পের কাছে তা কি গুজব? তিনি ওখানে কি করে গেলেন? প্রিয়া সাহার কথা রাষ্ট্রদ্রোহিতার সামিল বললেও তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নেয়া রহস্য জনক।
তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, এর পেছনে সরকার জড়িত। এটা তাকে দিয়ে করানো হয়েছে। সরকার অস্বাভাবিক হওয়ায় দেশে অস্বাভিক ঘটনা ঘটছে মন্তব্য করে মোশাররফ বলেন, দেশ এবং জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সরকার এটা প্রশ্রয় দিচ্ছে ।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, গণপিটুনিতে প্রকাশ্যে মানুষ হত্যা এটা কি গুজব, মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে প্রিয়া সাহার বিরুদ্ধে কোন মামলা নয় এটাও কি গুজব ? এছাড়া শেয়ার মার্কেটে লুটপাট, বিচারকের সামনে আসামী হত্যা, ডেঙ্গুর ব্যাপারে হাইকোর্টের অব্জারভেশন দেওয়া, মশা নিধনের জন্য সঠিক ওষুধ আনতে হাইকোর্টের নির্দেশ এগুলো সবই বাস্তব ঘটনা অথচ সরকার এগুলোকে গুজব বলে জনগণকে বিভ্রান্ত করছে ।
মোশাররফ হোসেন বলেন, জনপ্রিয়তা না থাকার কারণেই আ.লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে ভোট ডাকাতি করছে । তাই প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে তথাকথিত সংস্থায় যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন হাস্যকর।
জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন- জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, ভাইস চেয়ারম্যান এম. জহির আলী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও ড. রফিকুল ইসলাম মেহেদী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ ।
[ প্রিয়া সাহা কে নিয়ে ভিডিও দেখুন ]