জিপি নিউজঃ সাতক্ষীরার সদর উপজেলায় নজরুল ইসলাম (৫৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কুচপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
নজরুল ইসলাম সদর উপজেলার আগারদারি ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি কুচপুকুর গ্রামে। আজ দুপুরে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় বিপরীতদিক থেকে আসা আরেকটি মটরসাইকেলে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।