জিপি নিউজঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান এমপি শপথ নিয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আবদুল লতিফ, আবদুস সোবহান গোলাপ এবং আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মোকাব্বির খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মোকাব্বির খান গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের মনোনয়নে সিলেট ২ আসন থেকে নির্বাচিত হন।
সুত্র- বাসস
মোকাব্বির খান শপথ নিলেন’
Facebook Comments