জিপি নিউজঃ সরকারি কবি নজরুল কলেজের ছাত্রদল নেতা খন্দকার ইরফান আহমেদ ফাহিম জামিনে মুক্তি পেয়েছেন ।
আজ দুপুর ২ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তার সহকর্মী সজিব মোল্লা । মুক্তি পাওয়ার পর জেলগেটে তাকে স্বাগত জানান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, এ্যাডভোকেট জিল্লুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সরকারি কবি নজরুল কলেজের ছাত্রদলের সভাপতি দেলোয়ার জাহান রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নাজমুল হাসান, মোঃ জহিরুল ইসলাম, মাহমুদ ভুঁইয়া, রুহুল আমিন অন্তু, জামাল খান, পলাশ হোসেন, নাহিদ হোসেন, ফয়সাল আহমেদ, ইফখারুজ্জামান, কামরান হোসেন, সিফাত হোসেন , মেহেদী হাসান, আবির হোসেন, সাজ্জাদুর রহমান হেভেন, আরিফ হোসেন আরিফ, তানভীর আহমেদ, আব্দুল গাফফার, নাঈম ইসলাম, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সভাপতি মুন্নাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর পূরানো ঢাকায় লক্ষ্মীবাজার কবি নজরুল কলেজের সামনে ডিআইটি মার্কেট এলাকা থেকে সন্ধ্যা ৭ টার দিকে সুত্রাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে । দীর্ঘ প্রায় ৫ মাস ৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন ফাহিম । এর আগেও ফাহিম ২০১৫ সালে গুম হয়েছিল বলে জানা যায় ।